
ডেস্ক রিপোর্টঃ নার্সিং প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট তৈরীর লক্ষ্যে কাজ করছে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর। ১২ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের পরিচালক ( শিক্ষা ও প্রশিক্ষণ), উপসচিব জনাব মোহাম্মদ আব্দুল হাই পিএএ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আগামী ৩০ শে জুন ২০২১ এর মধ্যে সকল নার্সিং কলেজ ও ইন্সটিটিউট এর নিজস্ব ওয়েবসাইট বা ওয়েবপেইজ তৈরি ও ব্যবহার শুরু হবে।
ইতিমধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, শেরে বাংলা নগর, বরিশাল, দিনাজপুর ও মানিকগঞ্জ মোট ১০ টি নার্সিং কলেজের ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে এগুলির যাত্রা শুরু হবে ।
যোগাযোগ করা হলে কয়েকজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন , দেশ ডিজিটাল হলেও দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় আমাদের নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক পিছিয়ে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কোন ওয়েবসাইট নেই। বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের যে কোন ধরনের নোটিশ, পরীক্ষার সময়সূচী, পরীক্ষার ফলাফল এবং যে কোন ধরনের তথ্য সহজেই পাওয়া যায়। ধন্যবাদ নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর কে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য।
কিছুটা ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, ‘ডিজিএনএম কে অনুরোধ করবো, আমাদের শিক্ষক সংকট দূর করার জন্য বিষয় ভিত্তিক মানসম্মত শিক্ষক নিয়োগ এবং যারা বর্তমানে আছেন তাদের জন্য বিষয় ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করে আমাদের দীর্ঘদিনের দাবী পূরণ করার জন্য।’