করোনায় আক্রান্ত হয়ে প্রথম মিডওয়াইফের মৃত্যু।

ডেস্ক রিপোর্ট:
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সন্তান ভূমিষ্ট করে মৃত্যুবরণ করেছেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নোয়াখালীর মিডওয়াইফ আকলিমা আক্তার (৩০)। সরকারি কর্মরত অবস্থায় মারা যাওয়া তিনিই প্রথম মিডওয়াইফ। নোয়াখালি নার্সিং ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সমাপ্ত করে প্রথম ব্যাচে মিডওয়াইফ পদে সরকারি সার্ভিসে যোগদান করেছিলেন তিনি। ব্যাক্তিগত জীবনে সদ্যভূমিষ্ঠ সন্তান সহ দুই সন্তানের জননী তিনি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার মুগদা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন আকলিমা। গত ২ জুন তার করোনা শনাক্ত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বেড সংকট থাকায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশুসন্তানের জন্ম হয় । বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টায় তার মৃত্যু হয়। তার সদ্যোজাত শিশুসন্তান সুস্থ আছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি(বিএমএস)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here