
ডেস্ক রিপোর্ট: কানাডার স্বাস্থ্য মন্ত্রী বানানো হলো সেদেশের রাজনীতিবিদ কমল খেরাকে। কমল খেরা পেশায় একজন রেজিস্টার্ড নার্স। রাজনীতিতে প্রবেশের আগে, খেরা ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে থেকে নার্সিংয়ে অনার্স স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি টরন্টোর সেন্ট জোসেফস হেলথ সেন্টারে প্যালিয়েটিভ এবং অনকোলজি ইউনিটে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করেন।
কোভিড-১৯ মহামারীতে, তিনি তার নিজের শহর ব্রাম্পটনের একটি হসপিটালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন এবং টিকা দিয়েছিলেন।কমল খেরা কানাডার নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাপী নার্সিং সংগঠনগুলো।