কোভিড-১৯ : আজ টিকা গ্রহণ করলেন রাষ্ট্রপতি।

মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ ১০ মার্চ বুধবার বিকালে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। রাষ্ট্রপতি দেশবাসীকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব আজ সংবাদ মাধ্যমে জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও একই দিনে টিকা গ্রহণ করেন। বঙ্গভবনে কর্মরত ভ্যাকসিন টিমের সদস্য দুজন সিনিয়র স্টাফ নার্স এ টিকা প্রয়োগ করেন।

রাষ্ট্রপতির আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোভিড-১৯ টিকা নেন।

কোভিড-১৯ মহামারীর বছর গড়ানোর পর টিকা এলে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণটিকাদান শুরু করে সরকার। মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন এবং সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here