গোটা ঢাকা শহর হাসপাতাল বানালেও রোগী রাখার জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বিডি হেলথ এক্সপ্রেসঃ প্রতিদিন ৫০০ থেকে এক হাজার রোগী হাসপাতালে ভর্তি হতে থাকলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল বানানো হলেও রোগী রাখার জায়গা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

৩১ মার্চ সন্ধ্যায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বিপিএমসিএ ভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংক্রমণ কমে গেলে হাসপাতালে চাপও কমে যাবে। সময়মত পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

উল্লেখ্য গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে প্রথম রোগী মৃত্যুবরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here