জিপিএ ও পাশের হারে মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিকের ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এসএসসিতে পূর্বের ন্যায় এবারও পশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে সেইসাথে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে।

এ বছর ৯৪ দশমিক ৫০ শতাংশ ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাস করেছে, যেখানে ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ব্যবধানটা আরো বেশি ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৭৬২ জন ছাত্র; আর ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন ছাত্রী। জন ছাত্রী।

সেই হিসেবে ২৩ হাজার ৮১৬ জন ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছে।

গত চার বছর ধরেই মাধ্যমিকে পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে। গতবছর ছাত্রদের পাসের হার যেখানে ৮২ দশমিক ৯৫ শতাংশ ছিল; ছাত্রীদের মধ্যে পাস করেছিল ৮৪ দশমিক ৫০ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here