দেশীয় টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন

ডেস্ক রিপোর্ট

শর্তসাপেক্ষে দেশীয় একমাত্র টিকা বঙ্গভ্যাক্স এর ক্লিনিক্যাল ট্রায়েলের জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল – বিএমআরসি।

কাউন্সিলের পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন জানান , বুধবার বিএমআরসির ইথিক্যাল বোর্ডের ভারত ও চিনের ২টি এবং বাংলাদেশের ১টি সহ মোট তিনটি প্রতিষ্ঠানকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

তবে বেশকিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে তাদেরকে। ফেইজ ওয়ানের আগে বানর বা শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করতে হবে। এদের ওপর ওপর টিকাগুলোর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়ার সমস্ত কাগজপত্র বিএমআরসিতে জমা দিতে হবে।

উল্লেখ্য দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর গত বছর ২ জুলাই ওষুধ প্রস্ততকারী গ্লোব ফার্মার সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক টিকা তৈরির কাজ শুরুর কথা জানায়। এবং ৬ থেকে ৭ মাসের মধ্যে এই টিকা বাজারে আনা যাবে বলেও আশা প্রকাশ করেছিল তারা।

গ্লোব বায়োটেকের উদ্ভাবিত সম্ভাব্য তিনটি টিকা পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় ও অন্তর্ভুক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here