নার্সিং সেবার মান উন্নয়নে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে: উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং সেবার মান উন্নয়নে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য যথাযথ মনিটরিং ও সুপারভিশন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক সহকারী সেবা তত্ত্বাবধায়ক নিয়োগ, নার্সদের স্বল্পতা নিরসনের লক্ষ্যে আরো সিনিয়র স্টাফ নার্স নিয়োগ, নার্সদের আবাসিক সমস্যা সমাধানসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ রবিবার ১৬ মে ২০২১ইং তারিখ, উপাচার্য মহোদয় তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এসব কথা বলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সেবা তত্ত্বাবধায়ক সন্ধ্যা রানী সমাদ্দার উপস্থিত ছিলেন।

এদিকে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আজ রবিবার ১৬ মে তাঁর কার্যালয়ে প্রশাসনিক মিটিং এ অংশগ্রহণ করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লক, ই-ব্লক সহ বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও ক্যাম্পাসে রাউন্ড দেন। মাননীয় উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও রোগীদের সাথে কথা বলেন। তিনি রোগীদের চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ নাজমুল করিম মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ ১৬ মে ২০২১ইং পর্যন্ত ১ লক্ষ ৪০ হাজার ৪ শত ৫৪ জনের কোভিড-১৯ সনাক্তকরণ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ ১৬ মে ২০২১ইং পর্যন্ত ৯৪ হাজার ৮ শত ২২ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। অন্যদিকে করোনা ইউনিটে আজ রবিবার ১৬ মে সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৬ শত ৬২ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৮ শত ৭৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ১ শত ৫০ জন। বর্তমানে ভর্তি আছেন ৬৪ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here