বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল” দ্রুত বাস্তবায়ন চান প্রতিবন্ধিদের সেবায় নিয়োজিত বিশেষজ্ঞ মন্ডলী

২০১৮ ইং সালের ৭১নং আইন “বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন” এর দ্রুত বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রনালয়কে আহবান জানিয়েছেন প্রতিবন্ধিতা বিষয়ক রিহ্যাবিলিটেশন ও গবেষণা সংশ্লিষ্ট পেশাজীবী এবং সেবাদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ। বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) আয়োজিত “কোভিড-১৯ পরিস্থিতিতে স্পাইনাল কর্ডে (মেরুরজ্জুতে) আঘাতপ্রাপ্ত ও প্রতিবন্ধী ব্যক্তিগণকে সহযোগিতা” শীর্ষক ওয়েবিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

ওয়েবিনারের প্রধান অতিথি নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটি সুরক্ষা ট্রাষ্টের ব্যবস্থাপনা পরিচালক, ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ্ এফ,সি,এম,এ বলেন, প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা শিশু ও ব্যক্তিবর্গের সেবাখাতে সরকার উপজেলা পর্যায়ে রিহ্যাবিলিটেশন সেবা বিস্তৃতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং এক্ষেত্রে পেশাজীবীগণের স্বীকৃতি ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সঠিক মাননিয়ন্ত্রণ সম্ভব হলে এসব খাতে সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও উদ্যোগ বাড়বে। সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর নির্বাহী পরিচালক জনাব এ,এইচ,এম নোমান খান বলেন সরকার প্রতিবন্ধিতা বিষয়ক সেবার মান উন্নত করতে এবং অপচিকিৎসা প্রতিরোধ করতে চাইলে রিহ্যাবিলিটেশন কাউন্সিল বাস্তবায়নের বিকল্প নেই। এ ক্ষেত্রে মন্ত্রণালয়কে বাস্তবায়ন কাজের অগ্রগতিকে সন্তোষজনকভাবে এগিয়ে নিতে হবে। সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালিজড (সিআরপি) এর নির্বাহী পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, ফিজিওথেরাপি সহ অন্যান্য রিহ্যাবিলিটেশন সেবা খাতে অপচিকিৎসার শিকার দেশের সবচেয়ে পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষ ও তাদের পরিবার। তিনি সিআরপি-এর মডেলে দেশব্যাপী পুনর্বাসন সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে কোভিড-১৯ পরিস্থিতিতে তাদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহবান জানান।

ইস্ট কেন্ট হসপিটালস ইউনিভার্সিটি’র নিউরো-রিহ্যাবিলিটেশন এর পরিচালক ও কনসালটেন্ট ডাঃ এম সাকেল বলেন, দেশে চাইলেই প্রতিবন্ধিতা বিষয়ক সেবা খাতে আন্তর্জাতিক মানের চিকিৎসা, রিহ্যাবিলিটেশন ও গবেষণা সম্ভব। এছাড়া ওয়েবিনারে সুইডেনের কেরোলিনস্কা মেডিক্যাল ইউনিভার্সিটি এর পোস্ট-ডক্টরাল রিসার্চার ড. মনজুর কাদের, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উপপরিচালক (পরিকল্পনা) ড. রাজীব হাসান, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) এর সভাপতি ড. সনজিত চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন। ওয়েবিনার সম্পাদনা ও সঞ্চালনা করেন বিপিএ এর সংগঠনিক সম্পাদক ডাঃ কে এম এমরান হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here