স্বাস্থ্য বিষয়ে গবেষণা একান্তভাবে দরকার- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্য বিষয়ক গবেষণায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাস্থ্যখাতে গবেষণায় ঘাটতি আছে। এই খাতে আরও গবেষণার বিষয়ে তিনি জোর দেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান্মন্ত্রীর একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা খুব কম হচ্ছে। খুব কম আমাদের চিকিৎসক আছে। যারা আসলে… তারা রোগীর সেবা দিতে যতটা আগ্রহী, ঠিক গবেষণার দিকে নেই। হাতে গোনা কয়েকজনই নিয়মিত গবেষণা করেন। তবে এই ক্ষেত্রে আমরা পদক্ষেপ নিচ্ছি যে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণাটা একান্তভাবে দরকার।’

প্রসংগত উল্লেখ্য যে, বাংলাদেশে চিকিৎসা খাত, নার্সিং খাত, জনস্বাস্থ্য খাতে গবেষণার পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here