৫ আগষ্টের পর লকডাউন নয়, চলবে ব্যাপক টিকা কার্যক্রম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

১৪ দিনের কঠোরতম লকডাউন শেষ হলে লকডাউনের সময়সীমা আর বাড়বে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে ২৮ জুলাই বুধবার সাংবাদিকদের তিনি এ কথা জানান ।

তিনি বলেন, লকডাউন আর বাড়ানো হবে না। আগামী ৫ আগস্টের পর থেকে দেশে কোনো লকডাউন থাকবে না। সারা দেশে সর্বস্তরের মানুষের মধ্যে টিকা কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হবে।

মন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে লকডাউনের পক্ষে নই। কেবল লকডাউন দিয়েই করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব না। এটা সংক্রমণ রোধের একটি উপাদান মাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here