এফডব্লিউভি’র মিডওয়াইফ পদে পদোন্নতি দাবীর বিরুদ্ধে মানববন্ধন মিডওয়াইফারী সোসাইটির।

এফডব্লিউভি’র মিডওয়াইফ পদে পদোন্নতি দাবীর বিরুদ্ধে মানববন্ধন মিডওয়াইফারী সোসাইটির। আজ ৩ ফেব্রুয়ারি ২০২১ বুধবার বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি ও সাধারণ মিডওয়াইফগণ কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন আয়োজন করেন।

মানববনন্ধনে আলোচকবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি আন্তর্জাতিকভাবে প্রনীত কারিকুলাম মিডওয়াইফারী কারিকুলাম। মিডওয়াইফগণের প্রত্যন্ত অঞ্চলে তাদের দক্ষ সেবার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুহার কমাতে উল্লেখযোগ্যভাবে ভূমিকা রাখছে। গর্ভবতী মায়েদের কাউন্সিলিং থেকে প্রসবউত্তর সেবা প্রদানের জন্য দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে মিডওয়াইফগণ অল্প সময়ে মাইলফলক অর্জন করেছেন।

মিডওয়াইফারি সম্পর্কে নূন্যতম প্রাতিষ্ঠানিক যোগ্যতা ও সনদ ছাড়া একটি ভিন্ন পেশাগত দিক থেকে কাজ করা পরিবার কল্যান পরিদর্শিকাদেরকে মিডওয়াইফ হিসেবে অন্তর্ভুক্তিকরণের দাবী অযৌক্তিক। এ দাবী মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের ধারা ও মান নষ্ট করে দিতে যতেষ্ট। তারা এরকম দাবীর প্রতি কোনরূপ ভ্রুক্ষেপ না করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here