মুজিব বর্ষের সময়সীমা বৃদ্ধি : চলবে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত

মুজিব বর্ষের সময় আগামী বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের জন্য ঘোষিত এ বিশেষ বর্ষ ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ ২০২১ এ শেষ হওয়ার কথা ছিল। এ বিষয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে সময়সীমা বৃদ্ধি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের লক্ষ্যে সরকার চলতি বছরের ১৭ মার্চ থেকে আগামী বছরের ২৬ মার্চ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে। কিন্তু কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে মুজিব বর্ষের জন্য নেওয়া কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে সরকার মুজিব বর্ষের সময় আগামী বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত ঘোষণা করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here