সিরাজগঞ্জ জেলার চৌহালীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন- ঢামেকহার নার্সিং কর্মকর্তাদের অনন্য মানবিক উদ্যোগ

অজ্ঞাত, দুস্থ্য এবং সহায়-সম্বলহীন রোগীদের সাহাযার্থে, দেশের স্বনামধন্য সরকারী হাসপাতাল “ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল” এর কিছু তরুন এবং উদ্যমী নার্সিং কর্মকর্তাদের এক অনন্য উদ্যোগের নাম “মানবিক নার্সিং সংস্থা-মানস”। অজ্ঞাত, স্বজন বিহীন যেকোন রুগীর সেবা করা যাদের মুল লক্ষ্য। এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক অজ্ঞাত রোগীর সেবার মাধ্যমে সাধারন রুগীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এই অরাজৈনতিক এবং অলাভজনক সংগঠনটি।
আজ ২১.০৮.২০২০ইং দূপুরে নার্সিং সংস্থা “মানস”এর আয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে একটি দল সিরাজগঞ্জ জেলার চৌহালীতে বন্যার্তদের সহায়তা প্রদান করেন। জরুরী ত্রান সামগ্রীর ভেতর নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ ঔষধও ছিল।
মানবিক নার্সিং সংস্থা “মানস” এর উপস্থিত সদস্যগনের ভেতর ছিলেন: চেয়ারম্যান: ফারুক হোসাইন, মেম্বার সেক্রেটারি: নাসিমুল হক ইমরান, কোষাদক্ষ: তুহিন সরকার, সহ-চেয়ারম্যান: নাহিদ সহ আরো অনেকেই।মানবতার কল্যানে এবং যেকোন জরুরি মুহূর্তে দেশের প্রয়োজনে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে BD Health Express কে নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here