রেল ভ্রমণে পাবেন “রেল পানি”

স্টাফ রিপোর্টারঃ আগামী সেপ্টেম্বর থেকে রেল ভ্রমণে ‘রেল পানি’ পাবেন যাত্রীরা।
রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি করা হয়েছে।
রেলওয়ের পক্ষে যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি এবং শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ চুক্তিতে স্বাক্ষর করেন।
এ অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেল সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। যাত্রী সেবা বাড়ানোর জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়েতে একটি নিজস্ব ব্রান্ডের পানি সরবরাহের ফলে এ সেবার মান বাড়বে।” তিনি সরকার নির্ধারিত দাম ও পণ্যের গুণগত মান ঠিক রাখার রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন।
প্রসংগত উল্লেখ্য, বর্তমানে রেলওয়ের নিজস্ব ক্যাটারিং সার্ভিস এর মাধ্যমে যাত্রীদের ভ্রমণরত অবস্থায় খাদ্য সরবরাহ করা হয়। রেলওয়েতে নিজস্ব ব্র্যান্ড “রেল পানি” এর বোতলজাত সরবরাহের মাধ্যমে যাত্রীদের কাঙ্ক্ষিত চাহিদা মেটানো সম্ভব বলে মনে করে রেল কতৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here