তুরস্কে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন নিহত।

Police and security personnel stand guard outside the private Sanko University Hospital where a fire broke out in the coronavirus disease (COVID-19) intensive care unit, in Gaziantep, Turkey December 19, 2020. Kadir Gunes/Demiroren News Agency via REUTERS ATTENTION EDITORS - THIS PICTURE WAS PROVIDED BY A THIRD PARTY. NO RESALES. NO ARCHIVE. TURKEY OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN TURKEY.

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলে গাজিয়ানট্যাপের একটি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।
করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় গত নভেম্বরের শেষে জারি করা বিধিনিষেধ আরও কঠোর করেছে তুরস্ক। এ সপ্তাহে আংশিক লকডাউন দিয়েছে দেশটি।নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। আইসিইউ তে তখন করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন ছিলেন।
যাঁরা মারা গেছেন, তাঁরা সবাই করোনার রোগী। আহত রোগীদের অন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা ওই হাসপাতাল পরিদর্শন করার আগে বলেছেন, ‘আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত।’
করোনা মহামারি শুরুর পর থেকে তুরস্কে এখন পর্যন্ত ১৯ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং ১৭ হাজার ৬০০ জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here