যুক্তরাষ্ট্রে করোনা টিকা বাধ্যতামূলক নয়- অ্যান্থনি ফাউসি

আন্তর্জাতিক ডেস্কঃ টিকা কার্যকর হলে যুক্তরাষ্ট্রে সবার জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক হবে না- বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
তিনি বলেন টিকা গ্রহণ করার জন্য কাউকে জোর করা হবে না তবে স্থানীয় প্রশাসন চাইলে শিশুদের মত কিছু গ্রুপের ক্ষেত্রে টিকা বাধ্যতামূলক করতে পারবে।
ফাউসি হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি টিকা বাধ্যতামূলক করা নিয়ে বলেন, স্বাস্থ্যকর্মীসহ নির্দিষ্ট কিছু গ্রুপের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে কিন্তু সাধারণ মানুষের জন্য তা করা যায় না যুক্তরাষ্ট্রের বিকেন্দ্রীকরণ সরকারি ব্যবস্থা ও টিকাবিরোধী গ্রুপগুলোর আবেগ কয়েক দশক ধরে বেড়েছে। তারা টিকা বাধ্যতামূলক করার মতো কর্মসূচি মানতে নারাজ। ফাউসি বলেন, ‘এটা জোর করে করা যায় না এবং সঠিক কাজও নয়।
এদিকে সরকারের পক্ষ থেকে শিশুদের হামের মতো টিকার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে আগেই। করোনার টিকার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই ছয়টি কোম্পানি থেকে কয়েক শ কোটি ডোজের আগাম ফরমাশ দিয়ে রেখেছেন। এসব টিকা বিনা মূল্যে দেওয়া হবে।
বুধবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভিডিও আলোচনা অনুষ্ঠানে ফাউসি এসব কথা বলেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here