এবার চেন্নাই সুপারকিংসে করোনার ছোবল

সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া চেন্নাই সুপার কিংসের অনুশীলন শুরু করার কথা ছিলো গত ২৭ আগষ্ট। কিন্তু পূর্ব নিয়মানুযায়ী অনুশীলনের পূর্বে করোনা পরীক্ষায় একজন মুল খেলোয়াড় সহ নেট বলার এবং টিম স্টাফ মিলে ১৩ জনের করোনা পজিটিভ ধরা পরে। যাদেরকে আগামী ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। পুনরায় দুইবার নেগেটিভ না আসা পর্যন্ত তারা অনুশীলনে যোগ দিতে পারবেনা। একসাথে এতজন স্টাফ ও খেলোয়াড়ের কভিড পজিটিভ নিঃসন্দেহে চেন্নাইয়ের জন্য একটা বড়ো ধাক্কা। তাদের অনুশীলন এক সপ্তাহ পিছিয়ে আগামী ১লা সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে থাকবেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া উইকেট কিপার কাম ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি।
করোনার প্রকোপের কারনে এবারের সিজন সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর শুরু হবার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here