অনুমতি বিহীনভাবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগনের গনমাধ্যমে কথা বলতে মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা।

MOHFW

নিজস্ব প্রতিবেদকঃ
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের গণমাধ্যমে সাক্ষাৎকার এবং টকশোর মত অনুষ্টানে কথা বলতে এবং অংশগ্রহণ করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) এর কাছ থেকে অনুমতি নিতে হবে। তাছাড়া উক্ত অনুষ্টানগুলিতে অংশগ্রহণ করতে হলে নূন্যতম পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা হতে হবে।
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
দেশের বিভিন্ন প্রচারমাধ্যমে বিভিন্ন সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন থাকেন । এ সময় নিয়মিত ব্রিফিং ছাড়া এ সকল অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তার বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। এ কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে কর্মকর্তাদের অংশগ্রহণে যথাযথ বিধি-বিধান থাকা জরুরি । এখন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎকার প্রদান, অনুষ্ঠানে অংশগ্রহণের আগে অধিদপ্তরের মহাপরিচালকের অনুমতি নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here