চলতি বছরেই মেডিকেল ও নার্সিং এর সকল পরীক্ষা ও ফলাফল সম্পন্ন করা হবে

HM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ( ফাইল ফটো)

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি জানিয়েছেন ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে নার্সিংয়ের সকল পরীক্ষা সম্পন্ন হবে।

তিনি আরো বলেন পরীক্ষা নেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহত করা হয়েছে। পরীক্ষার পরে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষনা করা হবে এবং দ্রুত তাদেএ সনদ দেয়া হবে।

কভিড-১৯ পরিস্থিতিতে সাধারন শিক্ষাব্যাবস্থা মতো স্বাস্থ্যশিক্ষা এভাবে আটকে রাখা যাবে না। পরিক্ষার ফলাফলের মাধ্যমে উত্তীর্ণদের স্বাস্থ্যসেবায় যোগদানের সুযোগ করে দিতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আজ মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে একটি বিশেষ সেবা উদ্ভোধন অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আখতারুজ্জামান,জেলা প্রশাসক এস এম ফেরদৌস, হাসপাতাল প্রকল্পের পরিচালক খান মো. আরিফ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, হাসপাতালের নার্সিং সুপারভাইজার আক্তার হোসাইন, নার্সিং কর্মকর্তা সাইদুর রাহমান ইমু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here