হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় দুর্নীতির অভিযোগ

বেসরকারি পর্যায়ে “হোপেস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ” প্রতিষ্ঠায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় অবৈধ টাকার ব্যাবহার হয়েছে বলে জানিয়েছে অভিযোগকারী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ বিভাগের উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত একটি পত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদনে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশে পত্রটিতে অভিযোগের সূত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মেডিকেল অফিসার ডা. মোঃ এনায়েতুর রহমান ভুঞার নাম উল্লেখ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায় ঢাকার মৌচাক মালিবাগে নব প্রতিষ্ঠিত প্রস্তাবিত এই হোমিওপ্যাথিক কলেজটি প্রতিষ্ঠায় অনিয়ম, দুর্নীতি ও অবৈধ টাকার ব্যাবহার করা হয়েছে মর্মে একটি অভিযোগপত্র গত ১২ আগস্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বিশ্ববিদ্যালয় হতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here