৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে ক্যাডারে অন্তর্ভুক্ত করলো সরকার

স্টাফ রিপোর্টারঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৯৪ জন নন-ক্যাডার কর্মকর্তাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করলো সরকার। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের রায়ের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের সাথে পরামর্শক্রমে এই কর্মকর্তাদের বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রণীত “বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ ২০২০” অনুযায়ী প্রকাশিত গেজেট অনুসরণ করে এই নন ক্যাডার কর্মকর্তাদের ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনটিতে।
মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই কর্মকর্তাদের ভূতাপেক্ষ ভাবে ১৯৯৫ সাল হতে বিএসএস ক্যাডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে এই প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি, এরুপ ক্ষেত্রে সরকারের প্রচলিত ও ভবিষ্যতে প্রণীত বিধি-বিধান ও আদেশ অনুযায়ী এই সকল কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত হবে।

    বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here