নতুন আতঙ্কের নাম মানকি পক্স

চলমান করোনা মহামারীর মধ্যে নতুন এক আতঙ্কের নাম বানর পক্স বা মানকি পক্স। নতুন এই ভাইরাসটি ধরা পরেছে আফ্রিকার কঙ্গোতে। বিশেষ করে কঙ্গোর সানক্রু ও উবাঙ্গে এ রোগের হার সবচেয়ে বেশি। ইতিমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৪১ জনের শরীরে এ রোগটি পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। তবে, এ রোগটি এবারি প্রথম নয়। ২০১৫ সালেও আফ্রিকায় এ রোগের সন্ধান পাওয়া যায়। ২০১৯ সালে সিঙ্গাপুর ও নাইজেরিয়ায় ও এ রোগটি পাওয়া যায় বলে দেশটির সরকারি পক্ষ থেকে জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ এইচ ও) এক জরুরি বুলেটিনে বলা হয় বর্তমানে করোনা মহামারীতে বিশ্ব এক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এমতবস্থায় মানকি পক্স নিয়ন্ত্রণ রাখাটা জরুরি।
এ রোগটি শরীরে লাল গোটা গোটা ঘামাছির ন্যায় হয়ে থাকে। দেখতে কিছুটা চিকেন পক্স এর মতোই হয়ে থাকে।


এ রোগটি ইদুর অথবা বানরের শরীর থেকে ছড়িয়ে থাকে। যেহেতু এ রোগটি ছোঁয়াচে, তাই একজনের শরীর থেকে অন্য জনের শরীরে দ্রুত ছড়িয়ে পরতে পারে। তাই পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here