সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাস্থ্য বিষয়ক নানা অসংগতির কারনে ৩০ লাখ টাকা জরিমানা

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা সেবা ব্যবস্থাপনায় নানা অসংগতির কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত হাসপাতালে অভিযান চালানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স এবং র্যাব-৩ যৌথভাবে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেছে। এতে নেতৃত্ব দিয়েছেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযান শেষে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব ও টাস্কফোর্সের সদস্য উম্মে সালমা তানজিয়া সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। এটা টাস্কফোর্সের নিয়মিত অভিযান উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, রোগীদের গুণগত যে সেবা দেওয়া দরকার, তা তারা দিতে পারছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here