নতুন করে পাঁচটি সরকারি কলেজে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ ৩ জানুয়ারি ২০২০ রবিবার মন্ত্রণালয়ের নার্সিং শিক্ষা শাখার উপসচিব ইসরাত জামান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ অনুমোদন এর কথা জানানো হয়।
পাঁচটি নার্সিং কলেজ যথাক্রমে:
-
রাজশাহী নার্সিং কলেজ
-
ময়মনসিংহ নার্সিং কলেজ
-
রংপুর নার্সিং কলেজ
-
সিলেট নার্সিং কলেজ
-
বরিশাল নার্সিং কলেজ
পাঁচটি কলেজে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে ১০ টি এবং পাবলিক হেলথ নার্সিং কোর্সে ১০ টি করে মোট ১০০ টি আসনে কোর্স চালুর অনুমোদন দেয়া হয়।