পূর্বনির্ধারিত সময়েই এমবিবিএস ভর্তি পরীক্ষা

আহমেদ কবীর রুপম
স্টাফ রিপোর্টার

পূর্ব নির্ধারিত সময়েই দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সম্পূর্ণ আগের নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘আগামী ২ এপ্রিল এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীরা দূরত্ব বজায় রেখে বসবে, মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দেবে।’

আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯টি কেন্দ্রের ৫৪টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। পরীক্ষার ভেন্যুসংখ্যা বাড়তেও পারে। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১ জন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। এ হিসাবে এ বছর আসনপ্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here