টিপু সুলতান
সিনিয়র রিপোর্টার
করোনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই অনুষ্ঠিত হলো এমবিবিএস ভর্তি পরীক্ষা। কেন্দ্রে কেন্দ্রে ছিল পরীক্ষার্থী আর অভিভাবকদের উপচে পড়া ভিড়। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মানার ঘোষণা দিলেও বাস্তবে তার লেশমাত্র ছিলো না।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ১১টায়। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২২ হাজার ৭৬১ শিক্ষার্থী। এক আসনে লড়ছেন ২৮ জন পরীক্ষার্থী।
করোনা মহামারির মাঝে যখন এক এক করে বাতিল হচ্ছে পরীক্ষা, দফায় দফায় বাড়ানো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, এমন বৈরি পরিস্থিতিতে আয়োজন করা হয় এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা।
পরীক্ষায় কঠোরভোবে স্বাস্থ্যবিধি মানার ঘোষণা দিলেও দেশের অধিকাংশ কেন্দ্রের চিত্র ছিল উল্টো। পরীক্ষা শুরুর অনেক আগেই কেন্দ্রে হাজির হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক।
পরীক্ষা শেষে ভালো ফলে প্রত্যাশা শিক্ষার্থীদের। পরীক্ষার্থদের অভিযোগ, কেন্দ্রের ভেতর সামাজিক দুরত্ব মানা হলেও, অনেকটা শিথিল ছিলো প্রবেশ পথে।