শিক্ষা প্রতিবেদক: ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট ও অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের জন্য ডিজেবিলিটি ম্যানেজমেন্ট ও রিহ্যাবিলিটেশন বিষয়ে মাস্টার্স কোর্সে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাউবির স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলোজি পরিচালিত এই কোর্সটিতে ভর্তি হতে হলে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, হেলথ সায়েন্স, এমবিবিএস, নার্সিং অথবা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে। তবে ভর্তি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান সহ উত্তির্ণ হতে হবে।
ডিজেবিলিটি ম্যানেজমেন্ট ও রিহ্যাবিলিটেশন বিষয়ে মাস্টার্স কোর্সটি সম্পন্ন করে ফিজিওথেরাপিস্ট, ডাক্তার ও নার্সগণ পঙ্গু রোগীর চিকিৎসা ও নার্সিং সেবা সম্পর্কে উচ্চতর জ্ঞ্যান অর্জন করতে পারবেন। কোর্সটি সম্পন্ন করে পঙ্গু রোগীর সেবা প্রদানে দেশে বিদেশে বিশেষায়িত স্বাস্থ্য পেশাজীবী হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্টবৃন্দ।
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ নভেম্বর ২০২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন-