বিএসএমএমইউ’তে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা আজ রবিবার, ১১ এপ্রিল ২০২১ইং তারিখ বিকালে রাজধানীর ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লাল-সবুজ (পরিচালক হাসপাতাল অফিস) একাদশ বনাম ফাইনান্স (পরিচালক ও অর্থ হিসাব অফিস) একাদশ এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু খেলাধুলাকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলাকে খুবই ভালোবাসেন। বঙ্গবন্ধুর দুই ছেলে শেখ কামাল এবং শেখ জামালের নামে ক্লাব রয়েছে। ছোট ছেলে শেখ রাসেলের নামে ক্রীড়া সংগঠন রয়েছে। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধুর পরিবার ক্রীড়ানুরাগী। খেলাধুলার মাধ্যমে মন ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ইমিউনিটি বজায় থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে এবং রোগে আক্রান্ত হলেও দ্রুত আরোগ্য লাভ করার সম্ভবনা বেড়ে যায়। খেলায় লাল-সবুজ (পরিচালক হাসপাতাল অফিস) একাদশ জয়ী হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here