মন্ত্রী সভায় অনুমোদন পেলো বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ খসড়া আইন।

সোমবার বিকেলে মন্ত্রীসভায় এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রী সভায় অনুমোদন পেলো বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ খসড়া আইন।

১০ লক্ষ টাকা অর্থদণ্ড বা ২বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন অনুমোদন করা হয়।

খসড়া এই আইনের আওতায় ১০ জন শিক্ষার্থীর জন‍্য ১ জন শিক্ষক সহ ৭৫ শতাংশ শিক্ষককে স্থায়ী হতে হবে।সেই সাথে মেডিক্যাল কলেজ চালুর জন‍্য কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী থাকতে হবে। এছাড়াও ৩ একর ঝামেলামুক্ত জমি সহ মেডিক্যালের বজ্র অপসারণের ভালো ব‍্যবস্থা থাকতে হবে।

এছাড়াও বিদেশে কর্মসংস্থানের জন‍্য কি কি ব‍্যবস্থা রয়েছে এবং যারা দেশে আটকা পড়েছে তাদের কিভাবে ফেরত পাঠানো যায় সেই বিষয়ে ব‍্যবস্থা নিতে পরিকল্পনা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মাননীয়
প্রধানমন্ত্রী।

একাডেমিক অনুমদন,একাডেমিক নবায়ন,শিক্ষা কার্যক্রম,শিক্ষার্থী সংখ‍্যা, শিক্ষকদের যোগ‍্যতা ইত্যাদি সহ কি কি সুযোগ সুবিধা এবং মেডিক্যাল কলেজ গুলো কোন বিশ্বাবিদ‍্যালয়ের অধিনে হবে ও ফিন‍্যানসিয়াল ব‍্যবস্থা কেমন হবে এই বিষয়গুলি খসড়া আইনে যুক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here