সশরীরে উপস্থিতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নিবে ইবি।

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে সশরীরে উপস্থিতির মাধ্যমে নিজেদের ব্যাবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ৯ নভেম্বর সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি উপাচার্য শেখ আবদুস সালামের সভাপতিত্বে সহ-উপাচার্য শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সব অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্টরাও সভায় অংশ নেন।

এস এম আবদুল লতিফ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের বরাতে জানানো হয়, সকল বিভাগের মতামতের ভিত্তিতে আগের নিয়মে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাকি নিয়মাবলি নির্ধারণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here