পূর্ব নির্ধারিত সময়েই ৪১ তম বিসিএসঃ বিপিএসসি

সাইফুল আদনান সাইফ
নিজস্ব প্রতিবেদক

পূর্বের সিডিউল অনুযায়ী ১৯ মার্চেই ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, এবং রংপুর বিভাগে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত ২০০ নাম্বারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আজ সোমবার (১৫ মার্চ) গণমাধ্যমকে বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ক্রমাগতভাবে বাড়তে থাকায় আবেদনকারীদের একটি অংশ ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি তোলেন। এ নিয়ে আজ সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে তাদের একাংশ৷

পিএসসি জানিয়েছে, এমনিতেই চারটি বিসিএসের জট লেগেছে। এ ছাড়া এই পরীক্ষাটি শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে না; দেশের বিভিন্ন এলাকায় হবে। স্বাস্থ্যওবিধিও কঠোরভাবে মেনে পরীক্ষাটি নেওয়া হবে। সার্বিক দিক বিবেচনায় কমিশন পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here