বহুল প্রত্যাশিত সিনিয়র স্টাফ নার্স নিয়োগের চুড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। আজ ২১ অক্টোবর রাতে বিপিএসসি তাদের ওয়েব সাইটে চুড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এর আগে গতবছরের ১ মার্চ ২৫০০ নার্সের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। এ বছরের ২৮ জানুয়ারি এমসিকিউ পরীক্ষা আয়োজন করে বিপিএসসি। এর পর কোভিড-১৯ পরিস্থিতি অবনতি হলে বার বার লিখি পরীক্ষা স্থগীত করার পর পূনরায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।
এর মধ্যে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হলে আরো মোট ৮০০০ নার্স নিয়োগের জন্য অর্থ মন্ত্রনালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অনুমতি জ্ঞাপন করে। এবং বিভিন্ন সূত্র থেকে এবং সর্বশেষ স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেন যে মৌখিক পরীক্ষা ছাড়াই নিয়োগ
সম্পন্ন করা হবে।
অনেক জল্পনাকল্পনার পর মৌখিক পরীক্ষা ছাড়াই আজ ৮১৪৪ জন নার্স নিয়োগের জন্য চুড়ান্ত সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন ও পরবর্তী ব্যাবস্থা গ্রণের জন্য ন্যাস্ত করে বিপিএসসি। তথ্য বিভ্রাটের কারণে ১৫ জন প্রার্থীর সুপারিশ স্থগীত রাখা হয়।