২০২০ সালে নব-নিয়োগকৃত নার্সদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ করোনা মহামারীতে নিয়োগকৃত ৫০৫৪ জন সিনিয়র স্টাফ নার্সের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ২২ আগস্ট হতে নব-নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
প্রার্থীদের রেজিষ্ট্রেশন নম্বর অনুযায়ী নির্ধারিত তারিখ, সময় ও স্থানে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। প্রার্থীদের রেজিষ্ট্রেশন নম্বর অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনিস্টিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে স্বাস্থ্য পরীক্ষার স্থান হিসেবে নির্ধারন করা হয়েছে।
প্রার্থীদের মেডিকেল বোর্ডের সামনে বুকের এক্স-রে পি/এ ভিউ (চিকিৎসকের সত্যায়িত রিপোর্ট সহ), চক্ষু বিশেষজ্ঞের নিকট হতে চক্ষু পরীক্ষার সনদ প্রদান করতে হবে। এছাড়াও প্রার্থীদের প্রস্রাব পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডে ২০ টাকা, বোর্ড সভাপতি বরাবর ৫০ টাকা ট্রেজারী চালান এবং বোর্ড সদস্যদের ফি বাবদ আরো ৫০ টাকা বোর্ডের নিকট দাখিল করতে হবে।
প্রথম পাতা দেখতে ক্লিক করুন ২য় পাতা দেখতে ক্লিক করুন শেষ পাতা দেখতে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here