স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবসে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন এর পক্ষ থেকে ধানমন্ডি ৩২ এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং ১৫ আগস্ট ১৯৭৫ এর সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের পক্ষ থেকে দপ্তর সম্পাদক ডাঃ কে এম এমরান বলেন, স্বাধীনতার পর জাতির পিতার প্রত্যক্ষ তত্বাবধানে বাংলাদেশে ফিজিওথেরাপি শিক্ষা ও চিকিৎসা শুরু হয়। জাতির পিতার শাহাদাতের পর হত্যাকারীরা বাংলাদেশ থেকে তার নাম মুছে দেয়ার ষরযন্ত্রে লিপ্ত ছিলো বলে তিনি মন্তব্য করেন।ডাঃ কে এম এমরান আরো বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, বাঙালি জাতিস্বত্ত্বা থাকবে ততোদিন বঙ্গবন্ধু মানুষের মাঝে বেচে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি চিকিৎসক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।