শোককে শক্তিতে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে বগুড়া নার্সিং কলেজে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বগুড়া নার্সিং কলেজ। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবন নিয়ে রচিত বই পড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং ১৫ আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।কলেজের শিক্ষক মোঃ বাদশা মিয়া’র সঞ্চালনায় শোক দিবসের বিশেষ এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ( স্বাচিপ) এর বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ সামির হোসেন মিশু, সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মনজুর হোসেন। সভায় বক্তাগণ ১৫ আগষ্টের শোককে শক্তিতে রুপান্তর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।বঙ্গবন্ধুর জীবন নিয়ে রচিত বই পড়া প্রতিযোগিতায় কলেজের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন প্রথম , মোঃ সিরাজুল ইসলাম ২য় এবং প্রাক্তন মিডওয়াইফারি ছাত্রী রাফিয়া ইসলাম রঙ্গন ৩য় স্থান দখল করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। সভায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা – কর্মচারী সহ আরো অনেকে। সভার শুরুতে উপস্থিত সবার মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here