স্টাফ রিপোর্টার: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পূর্ব অনুমতি ব্যাতিত সরকারি হাসপাতালে কর্মরত নার্সগণ বেসরকারি নার্সিং কলেজে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেননা।
বুধবার (৩০ ডিসেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক আবদুল হাই পিএএ স্বাক্ষরিত পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি সংক্রান্ত এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে জানানো হয়, নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যাতিত বেসরকারি নার্সিং কলেজে সরকারি চাকুরীরত কোনো নার্সিং কর্মকর্তা ভর্তি ও অধ্যায়ন করতে পারবেন না। সরকারি চাকরিতে যাদের নুন্যতম ৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতা হয়েছে এবং অভিন্ন ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়েছেন কেবলমাত্র একরকম প্রার্থীগণ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অনুমতিক্রমে বিনা বেতনে বেসরকারি নার্সিং কলেজে অধ্যায়ন করতে পারবেন।
জানা যায়, ইতিপূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনেক নার্সিং কর্মকর্তা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স সম্পন্ন করেছেন এবং অনেকে বর্তমানে অধ্যয়নরত আছেন।
তবে সরকারি চাকুরীরত অবস্থায় উচ্চ শিক্ষা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে ২০১৫ সালের পর থেকে নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের উচ্চ শিক্ষার সনদ চাকুরী ক্ষেত্রে পদোন্নতি কিংবা পদায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য নাও হতে পারে মতামত দিয়েছেন এবিষয়ে অভিজ্ঞ আইনজীবী ও ব্যাক্তিবর্গ।
এদিকে নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যাতিত যে সকল নার্সিং কর্মকর্তা উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন তাদের বিস্তারিত তথ্য চেয়ে চলতি আদেশ জারি করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।