স্টাফ রিপোর্টার: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. তাহমিনা শিরীনকে প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে কার্যকর হবে বলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।এর আগে গত ১৩ আগস্ট রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার।
আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন ভাইরোলজি বিষয়ের একজন অধ্যাপক। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর সুইডেন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য ২০১৩ সাল থেকে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছেন।