করোনা মহামারির অবসান হতে দুই বছর সময় লাগতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা মহামারি আগামী দুই বছরের মধ্যে অবসান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন,  স্প্যানিশ ফ্লু মহামারির অবসান হতে দুই বছর সময় লেগেছিলো। বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির কারণে অল্প সময়ের মধ্যে বিশ্ব এই ভাইরাস প্রতিরোধ করতে পারবে বলে তিনি মনে করেন।করোনা ইস্যুতে বিশ্বের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গেব্রেয়াসুস বলেন, সামাজিক  দূরত্ব না মানা হলে এই ভাইরাস আরো বেশি ছড়ানোর  সম্ভাবনা আছে। আমাদের কাছে এটা বন্ধ করার প্রযুক্তি এবং জ্ঞান আছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এ পর্যন্ত কমপক্ষে আট লাখ মানুষ মারা গেছেন। এছাড়া  এ পর্যন্ত ২ কোটি ২৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

দেশে মার্চে করোনা ভাইরাসের  প্রথম রোগি শনাক্ত হবার পর থেকে ২১ আগস্ট পর্যন্ত  মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন  মোট মৃতের সংখ্যা  ৩ হাজার ৮৬১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here