কারিগরিদের ঠেকাতে নার্সেস সংগ্রাম পরিষদের কার্যক্রম শুরু।

(ফাইল ফটো )

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধিনে পেশেন্ট কেয়ার টেকনোলজিকে নার্স হিসেবে নিবন্ধন না দেয়া সহ তিনটি দাবীতে নার্সেস সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সভাপতি ইসমত আরা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বদলীয় নার্সেস পরিষদের ৩ দফা দাবী বাস্তবায়নের কার্যক্রম ঘোষণা করা হয়।

সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসাইন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল , স্বাধীনতা নার্সেস পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুস্তাফিজুর রাহমান, মহাসচিব ইকবাল হোসেন সবুজ , সদস্য সচিব আনিছুর রাহমান, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মিটফোর্ড হাসপাতাল শাখা সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন , স্বাধীনতা নার্সেস পরিষদ ঢামেকহা সভাপতি নার্সাগিস খানম মুন্নি,বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ঢামেকহা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাসরিন সুলতানা, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের সাবেক মহাসচিব এস.এম আজাদ, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি রাসেল, জাতীয় ঋদরোগ ইন্সটিটিউট এ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মাইন উদ্দিন প্রমুখ।

সভায় আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কাল ব্যাজ ধারণ করার কর্মসুচি ঘোষণা করা হয় এবং এর মধ্যে দাবী মেনে না নিলে আগামী ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার সিদ্ধ্বান্ত গৃহিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here