দেশব্যাপী নার্সদের মানব বন্ধন পালিত

রাহাত আজিজ
ঢাকা, ৬ মার্চ ২০২০

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট দের নার্স হিসেবে নিবন্ধন প্রদানের প্রক্রিয়া বন্ধ করা, পরিবার পরিকল্পনা পরিদর্শিকাদের ডিপ্লোমা ইন মিডওয়াইফারিদের সমমান না দেয়া এবং কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে পরীক্ষার ব্যবস্থা করার দাবীতে নার্সেস সংগ্রাম পরিষদের ব্যানারে ঢাকা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম সহ সারাদেশ ব্যাপী নার্সদের মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্বানাপ, রমেকহা সভাপতি মো. ফোরকান আলীর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি।

নার্সিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনক্রমেই কারিগরি বোর্ড এর অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন প্রদান না করতে এবং জনস্বার্থ বিরোধী এহেন সিদ্ধান্ত উন্নত নার্সিং শিক্ষা ব্যবস্থা গঠনে জাতির জনকের স্বপ্ন ও পরিকল্পনার সাথে বিরুদ্ধাচরণের শামিল বলে নার্সেস সংগ্রাম পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবদ্দশায় আজ থেকে প্রায় ৫০ বছর পূর্বে নার্সিং শিক্ষায় যেন গ্রাজুয়েট শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারে সেই সুযোগ তৈরির জন্য প্লান চেয়েছিলেন, সেখানে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে এসে ভিন্ন কোর্সের ভিন্ন কারিকুলামের স্বল্প-শিক্ষিত পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের উদ্দেশ্যমূলকভাবে ” নার্স ” নিবন্ধন দেয়ার আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নিঃসন্দেহে জাতির পিতার স্বপ্নের সাথে বেইমানী ও দ্বিচারিতার শামীল এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত কর্মসূচি।

কারিগরি বোর্ড এর অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজস্টদের “নার্স” হিসেবে নিবন্ধনের সিদ্ধান্ত সম্পূর্ণ বিধিবহির্ভূত ও বেআইনি বলে জানানো হয়- বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল আইন- ২০১৬ মোতাবেক বাংলাদেশের নার্সিং, মিডওয়াইফারী ও সহযোগী পেশার শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান সমূহের স্বীকৃতি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তরসহ সকল পর্যায়ের কোর্সের কারিকুলাম প্রণয়ন, পাঠ্যসূচী প্রণয়ন ও বাস্তবায়ন এবং কোর্সের মেয়াদ নির্ধারণ সহ নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির নীতিমালা ও শর্তাদি নির্ধারণ করার একক ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংরক্ষণ করে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন ২০১৬ এর ধারা ৫ এ বিষয়গুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা আছে। অথচ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদনবিহীন কারিগরি বোর্ডের পরিচালিত ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের ক্ষেত্রে উল্লেখিত সকল বিধান লঙ্ঘন করা হয়েছে। সুতরাং পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের ” নার্স” হিসেবে নিবন্ধন আইনত অবৈধ।

বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির একাংশ।

আরো জানানো হয়’ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজির শিক্ষার্থীদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কম্পিহেনসিভ পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপীলেট ডিভিশনের সিভিল রিভিউ পিটিশন ফর লিভ টু আপীল নং-৪৩ এবং ৪০৭ অফ ২০১৯ অনুসারে ” আপীল নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত কোন ধরণের সিদ্ধান্ত গ্রহন করা যাবে না” মর্মে মহামান্য আদালতের স্থগিতাদেশ রয়েছে। এতদস্বত্বেও বিএনএমসি কর্তৃক লাইসেন্সিং পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ আদালত অবমাননার শামিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here