কোভিড-১৯ আক্রান্ত হয়ে এনটিভির উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের মৃত্যু।

করোনা ভাইরাস পজিটিভ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এনটিভির উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ। আজ সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কোভিড -১৯ সহ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন আব্দুস শহীদ।
তিনি দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন। পরে যোগ দেন এনটিভিতে। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতির দায়িত্বও পালন করেন আব্দুস শহীদ।
আবদুস শহিদের ইন্তেকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here