কোভিড-১৯ : কঠোর হচ্ছে সরকার

স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস দ্রুত গতিতে বেড়ে চলায় কঠোর হচ্ছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সেই ইঙ্গিতই দিয়েছেন সাংবাদিকদের।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এরই মধ্যে আমরা বলে দিয়েছি, আগে ২/১দিন অবজার্ভ করব, তার পরে আমরা একটু অ্যাকশনে যাব। কারণ প্রথম থেকেই অ্যাকশনে যেতে চায় না সরকার। আমরা দেখতে চাচ্ছি, জনগণ মানেন কি না (স্বাস্থ্যবিধি)।

ইতিমধ্যে আমরা প্রশাসনকে এবং আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে ওয়াচ করতে বলেছি, তারপরে ইনশাল্লাহ আমরা কাল-পরশুর মধ্যে কিছু একটা চেষ্টা করব।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ‘যথেষ্ট বিপজ্জনক নয়’ বলে ধারণাটি ভুল বলে বলে মন্তব্য করেন আনোয়ারুল।

সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর’র গবেষণার বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “সর্বশেষ যেটা স্টাডি করেছে, সেটাতে ৮৭ শতাংশ ছিল ডেল্টা এবং ১৩ শতাংশ ছিল ওমিক্রন। এখন হয়ত ওমিক্রন একটু বেড়ে মোর অর লেস ৮০/২০ এর দিকে আসছে।

এজন্য সচিব স্বাস্থ্যবিধি মানার প্রতি জোর দিতে বলেছেন এবং সচেতনতা ও মাস্ক ছাড়া এ রোগ থেকে বাঁচা অসম্ভব বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here