কোভিড-১৯ : বেক্সিমকো ও এসকেএফ এর মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন

স্টাফ রিপোর্টারঃ
ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. আইয়ুব হোসেন আজ সাংবাদিকদের জানান বেক্সিমকো ও এসকেএফ আমাদের কাছে আবেদন করেছিল। আজ তা (প্যাক্সলোভিড) ব্যবহারের জন্য জরুরি অনুমোদন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার নতুন উদ্ভাবিত নিরম্যাট্রেলভির ওষুধের সঙ্গে প্রচলিত রিটোনাভিরের সংমিশ্রণে প্যাক্সলোভিড ট্যাবলেট তৈরি করেছে।

বেক্সোভিড নামে বেক্সিমকো এবং এসকেএফ প্যাক্সোভির নামে বাজারে ঔষধ দুটি ছেড়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত বৃহস্পতিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, দেশের আরও কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া প্রক্রিয়াধীন।

ওষুধের দাম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ দিন এই ওষুধটি খেতে হবে। পুরো কোর্স শেষ করতে খরচ হবে ১৬ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here