ডিজিএনএম’র মহাপরিচালকের সাথে নার্সদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব সিদ্দিকা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক, সহকারী পরিচালক, সেবা তত্ত্বাবধায়ক ম্যাডাম, উপ সেবা তত্ত্বাবধায়ক, নার্সিং সুপারভাইজার, বিএনএ সভাপতি ও সাধারন সম্পাদকসহ সকল বিএনএর নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সম্মানিত সেবা তত্ত্বাবধায়ক ইনসাফী হান্না ম্যাডাম হাসপাতালের নার্সিং কর্মকর্তাবৃন্দের পরিসংখ্যান তুলে ধরেন। এসময় সকল নার্সদের পক্ষ থেকে জনাব শফিউল আজম শাকিল নিম্নোক্ত প্রস্তাবনা মহাপরিচালক মহোদয়ের কাছে তুলে ধরেন….

১. সিলেকশন গ্রেডের বকেয়া বাজেট দ্রুত নিষ্পত্তি করনের অনুরোধ।

২.চার বছর মেয়াদি ডিপ্লোমা ধারী নার্সিং কর্মকর্তাবৃন্দের একটি অতিরিক্ত ইনক্রিমেন্টের পাশাপাশি বেসিক বিএসসি ধারী নার্সিং কর্মকর্তাবৃন্দের এই ইনক্রিমেন্টের আওতায় আনার জন্য প্রস্তাবনা পেশ।

৩.করোনাকালীন ডিউটিরত নার্সদের প্রণোদনা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা।

৪.বিষয় ভিত্তিক ট্রেনিং এর পাশাপাশি ফাউন্ডেশন ট্রেনিং চালু করনে অনুরোধ।

৫.বিভাগীয় কন্টিনিউইং এডুকেশন সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করনে পদক্ষেপ গ্রহণ।

৬.নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

এসময় মহাপরিচালক মহোদয় নার্সদের সার্বিক খোঁজখবর নেন এবং করোনাকালীন সংকটে নার্সদের অবদানের জন্য প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here