স্টাফ রিপোর্টার:
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ এর সাথে বাংলাদেশে এসেছেন ডেনমার্কের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ফ্লেমিং মোলার মরটেনসেন । ফ্লেমিং মোলার মরটেনসেন এর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি আরেকটি পরিচয় হলো, তিনি একজন নার্স।
ফ্লেমিং মোলার মরটেনসেন ১৯৮৪ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নার্সিং পড়াশুনা শেষে ডিগ্রী অর্জন করেন। ফ্লেমিং মরটেনসেন ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এনেস্থিসিয়া বিষয়ে বিশেষায়িত নার্স হিসেবে ডিগ্রী গ্রহণ করেন। দীর্ঘ নার্সিং ক্যারিয়ারে ফ্লেমিং ওয়ার্ড নার্স হতে শুরু করে চিফ নার্স পর্যন্ত বিভিন্ন পদে চাকরি করেন। পরিবর্তে তিনি হাসপাতাল বিশেষজ্ঞ ও চিফ অব সেলস হিসেবে চাকরি করেন।
ফ্লেমিং এমপি হিসেবে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন ২০০৭ সালে।২০২০ সালের নভেম্বর মাসে ডেভেলোপমেন্ট ও নর্ডিক কোঅপারেশন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।