ঢাকায় মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে

স্টাফ রিপোর্টার : ডায়রিয়া ও কলেরার প্রকোপ কমাতে মে মাস হতে কলেরার টিকা প্রয়োগ শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর।

কলেরা ডায়রিয়া জনিত একটি প্রাচীন খাদ্য ও পানি বাহিত রোগ যার প্রাদুর্ভাব গাঙ্গেয় ব-দ্বীপ এলাকা হতে শুরু করে বিস্তার লাভ করে এবং এশিয়ার অন্যান্য এলাকা আক্রান্ত হয়।

বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার ৪৭ টি দেশে কলেরা দেখা যায়।

প্রতি বছর পৃথিবীতে ১.৩-৪.০ মিলিয়ন জনসংখ্যা কলেরা আক্রান্ত হয়। বাংলাদেশ সহ মোট ৮ টি দেশে প্রতি বছর ১০০,০০০ এর অধিক মানুষ কলেরায় আক্রান্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে বর্তমান জাতীয় কলেরা কন্ট্রোল প্ল্যান তৈরী করা হয়, যা ২০১৯ সালে অনুমোদিত হয়। সরকারী এবং বেসরকারী সংস্থার সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এই প্ল্যান তৈরিতে সক্রিয় অংশগ্রহণ করেন।

উক্ত কলেরা কন্ট্রোল প্ল্যান অনুযায়ী এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকায় কলেরা টিকাদান কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। এই টিকা ডায়রিয়া এবং কলেরার প্রকোপ কমায়।

মোট সম্ভাব্য টিকা গ্রহীতার সংখ্যাঃ প্রায় ২৩ লক্ষ মানুষ ( ১ বছরের বয়স হতে বড় সকল বয়সের মানুষ, গর্ভবতী মহিলা ব্যতিত)।

টিকা প্রদানের স্থানঃ

যাত্রাবাড়ী, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ

টিকা প্রদানের সম্ভাব্য সময়ঃ

প্রথম ডোজঃ মে মাস, ২০২২ (২৩ লক্ষ ডোজ)

দ্বিতীয় ডোজঃ জুন মাস, ২০২২ (২৩ লক্ষ ডোজ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here