দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়- বাড়ছে শীত জনিত স্বাস্থ্য সমস্যা।

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে এখানে সূর্যের দেখা মেলেনি।
চুয়াডাঙ্গায় শীতে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি ফেরাতে সরকারিভাবে গতকাল থেকেই জেলার চারটি উপজেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের জন্য এ পর্যন্ত ২০ হাজার ৭০০ কম্বল ও নগদ ২৪ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাওয়া গেছে। এগুলো জেলার চারটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।
গত কয়েকদিন থেকে ঢাকায়ও সূর্যের লুকোচুরি খেলা চলছে, সাথে যোগ হয়েছে কুয়াশা আর হীম বাতাস। দেশের উত্তরের বিভাগীয় শহর রংপুর সহ পুরো বিভাগেই শীতের প্রকোপ দেখা দিয়েছে।
শীত বাড়ার সাথে সাথেই এসব এলাকায় বাড়তে শুরু করেছে জ্বর সর্দি সহ শীত জনিত স্বাস্থ্য নানা রকম রোগ।
হাসপাতালগুলোতে আগের চেয়ে বেশি ভীড় লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন বিডি হেলথ এক্সপ্রেস এর রংপুর ও চুয়াডাঙ্গা ব্যুরো অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here