নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করলো স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টারঃ যথাযত সম্মান ও বিনম্র শ্রদ্ধার মধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করেছে।
সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরন ও কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভা, কোর’আন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয় ।
বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমআরসির সভাপতি ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক এম এ আজিজ, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here