পাবলিক পরীক্ষার সিদ্ধান্ত আসছে দ্রুত,কওমি মাদ্রাসা চালুর সিদ্ধান্ত

Cabinet secretary

করোনা পরিস্থিতে আটকে থাকা পাবলিক পরীক্ষাগুলোর বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান যে, ‘শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগ পরীক্ষার বিষয়ে আলোচনা করেছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা দ্রুততর সময়ের মধ্যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

শিক্ষামন্ত্রনালয়ের কথার সাথে মিল রেখে এ সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গতকালও এ নিয়ে কথা বলেছেন। তবে স্কুল-কলেজ এখনও খোলার মতো সময় হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে সবাই গুরুত্বের সাথে চিন্তা-ভাবনা করছেন, কীভাবে কী করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে।’

এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক সমাপনীর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানোর বিষয়ে জানতে চাইলে সচিব বলেন এ বিষয়ে তার কিছু জানা নেই। তবে সরকার কওমি মাদরাসার পরীক্ষাগুলো নেয়ার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here